স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ইটনা থানার পুলিশ ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে। এরা হলো: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেবনগর গ্রামের মো. কুদরত আলী(৫০) এবং কৃষ্ণপুর(মনতলা বাজার) গ্রামের হালিমা(৪০)।
গত সোমবার বিকালে ইটনা থানার এসআই(নি.) মো. আলমগীর হোসেন গোপনসূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ উভয়কে ইটনা সদর ইউনিয়নের যুগিরকান্দা মোড় থেকে গ্রেফতার এবং তাদের হেফাজত খেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে ইটনা থানায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।