ইটনা প্রতিনিধি, মো. তাজুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় এবছর ২৭ হাজার ৪শত হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সরিষা ৫২০ হেক্টর, গোল আলু ১৫৫ হেক্টর, মিষ্টি আলু ৩৩৫ হেক্টর, সবজি ৫৭০ হেক্টর, ভূট্টা ৭২৫ হেক্টর, বাদাম ১৭২ হেক্টর, পেঁয়াজ ২৫ হেক্টর, রসুন ৩০ হেক্টর, ধনিয়া ২০ হেক্টর, মাসকলাই ১৮৫ হেক্টর, সূর্যমুখি ২ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
ইটনা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহাবুব ইকবাল বলেন, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, পোকা-মাকড়ে বোরো আবাদের কোন ক্ষতি না হলে আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।