ইটনা প্রতিনিধি, এম তাজুল ইসলাম :
ইটনা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইটনা উপজেলা পরিষদ সভা কক্ষে ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, কৃষি অফিসার,
সমাজসেবা অফিসার, প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ কমিটির বিভিন্ন স্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্যে ইটনা উপজেলা ইউএসএআইডি কেয়ার সমন্বয়ক তাজমিন সুলতানা উপজেলার বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ইটনা উপজেলায় ২৬টি কমিউনিটি গ্রæপে একটিতেও বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নেই।
এছাড়া অত্র উপজেলায় গর্ভবর্তী মায়ের সংখ্যা ১৪০৮ জন, প্রসূতি মা ১২৭৯ জন, দুই বছরের কম বয়সী শিশু ৩৬০০জন, নারীর সংখ্যা ৮০৮৪৭ জন, পুরুষ ৯৮০৩১ জন, দরিদ্র খানা ২৪৬৪ জন, অতি দরিদ্র খানা ৪৮৪৯ জন উল্লেখ করেন।
বক্তব্য রাখেন ইটনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোহাম্মদ মেহেদী, ইটনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিন বিশ্বাস, ইটনা পূর্বগ্রাম কমিউনিটি ক্লিনিক সভাপতি মোশারফ হোসেন মীর, ইটনা উপজেলা বিশিষ্ট সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ ইটনা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি দ্বি-বার্ষিক সভায় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।