প্রতিনিধি ইটনা : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে চৌধুরী কামরুল হাসান (কাপ পিরিচ), এড: খলিলুর রহমান (আনারস), এড: আবুল কাউছার খান মিলকী (মটর সাইকেল), মো: ফজলুর রহমান (ঘোড়া) এবং মো: ফেরদৌস ঠাকুর (টেলিফোন) মার্কায় প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে শওকত হোসেন মীর জালাল (উড়োজাহাজ), অরুন কুমার ঘোষ (টিয়া পাখি), সাখাওয়াত হোসেন (মাইক), মো: আল ইমরান (চশমা), সিব্বির মাহমুদ তালা ও মো: খন্দকার মুর্শেদ (টিওবয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: রোজি (কলস), হাজেরা (ফুটবল), মাহমুদা আক্তার রানা (হাঁস) মার্কায় লড়ছেন।
প্রার্থীগণ প্রচার প্রচারণার শেষ পর্যায়ে রয়েছে। মাঠ পর্যায়ে খুঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান পদে চৌধুরী কামরুল হাসান প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথসভায় প্রচারণাকালে চৌধুরী কামরুল হাসান বলেন- উপজেলা পরিষদের ক্ষমতা খুব সীমিত, বিগত দিনে আমি চেয়ারম্যান থাকাকালে ইটনা উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া মহল্লায় উন্নয়নমূলক কর্মকান্ড করেছি।
আগামীতে আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যহত রাখবো। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইটনা উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ৫৭টি, মোট ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৫০১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৭৫,২২৪ জন এবং মহিলা ভোটার ৭১,২৭৭ জন।