প্রতিনিধি, ইটনা, মো. তাজুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ৯ মাস যাবৎ উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য রয়েছে। ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ গত ১৮ ফেব্রæয়ারী বদলিজনিত কারণে অন্যত্র চলে যাওয়ার পর এখন পর্যন্ত এই পদে কেউ যোগদান করেননি।
এরপর থেকে কোন সময় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হিসেবে ইটনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাহিদ হোসেন ও মো. তারিকুল আলম নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। তারা দুইজনই বদলিজনিত কারণে চলে যাওয়ার পর কোন সময় পার্শ্ববতী উপজেলা মিঠামইন এর উপজেলা নির্বাহী অফিসার আবার কোন সময় অষ্টগ্রামের নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইটনা উপজেলার নির্বাহী অফিসার এর দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘদিন ইটনা উপজেলার গুরুত্বপূর্ণ পদ দুটি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এর পদটি শূন্য থাকায় অনেকাংশে স্থবির হয়ে পড়েছে উপজেলার কার্যক্রম। ইটনার হারুন মিয়া ও ধনপুর ইউনিয়নের ঝাঢন গোপ বলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার না থাকায় নাম জারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না। তাই অনতিবিলম্বে ইটনা উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি রাখে এলাকার সচেতন মহল।