প্রতিনিধি ইটনা : সম্প্রতি জেলার ইটনা উপজেলায় খাদ্য গুদামে সরকারিভাবে ধান সংগ্রহে জুন মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং এ অনিয়মের অভিযোগ করেন ইটনা উপজেলার সাবেক ছাত্র লীগ সভাপতি ও উপজেলার ইউসিসির চেয়ারম্যান ওবায়দুর রহমান সেলিম।
তিনি বলেন, ইটনা উপজেলার ও.সি, এল.এস.ডি কর্মকর্তা সজল সরকার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতি মন ধান ৪০ কেজির পরিবর্তে ৪৩ কেজি করে সংগ্রহ করছেন। অপর দিকে ইটনা উপজেলা সদর কচুয়ার হাটির কৃষক বুলবুল মিয়া বলেন, ইটনা খাদ্য গুদামে ডিজিটাল মেশিনের পরিবর্তে কাটা দিয়ে অনিয়মিত ভাবে ধান মাপা হচ্ছে।
এ বিষয়ে ইটনা উপজেলার ও.সি, এল.এস.ডি সজল সরকার এর নিকট জানতে চাহিলে তিনি বলেন, ইটনা উপজেলার নির্বাহী অফিসার মো: নাহিদ হোসেন সঠিক ভাবে ধান মাপার বিষয়টি খাদ্য গুদাম পরিদর্শন করে দেখে গেছেন। তার এ অভিযোগ ভিত্তিহীন। জুন মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং এ ইটনা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলার ইউসিসির চেয়ারম্যান ওবায়দুর রহমান সেলিম কেন বিষয়টি তুলে ধরেছেন তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আমাদের এই ডিজিটাল মেশিন নষ্ট হয়ে গেছে বিগত দিনেও কাটা দিয়ে ধান মাপা হচ্ছে। উল্লেখ্য যে, প্রতি মন ধান ১২৮০ টাকা দরে এ বছর ৪৫৪৫ মেট্টিক টন ধান সংগ্রহের কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৭ শত মেট্টিক টন ধান সংগ্রহ করা হয়েছে।