প্রতিনিধি ইটনা : হাওড় বেষ্টিত উপজেলার মধ্যে ইটনা আয়তন ও জনসংখ্যা দিক দিয়ে সর্ববৃহত্তম উপজেলা। হাওড়ের কৃতি সন্তান সাবেক মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এই এলাকার মানুষের কথা চিন্তা করে পরবর্তী প্রজন্মকে কিভাবে সমসাময়িক শিক্ষার বাইরে যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলার লক্ষ্যে, আগামী স্মার্ট বাংলাদেশের অংশীদার করার জন্য, এই এলাকার কৃষক পরিবারের সন্তানকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, বিশ্ব মানের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা গ্রহণের জন্য ইটনা উপজেলা সদরে প্রতিষ্ঠা করেন ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। যা গত ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু প্রতিষ্ঠানটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে চলমান শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সরেজমিনে পরিদর্শন করে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলী আহমেদ মোল্ল’র সঙ্গে কথা বলে জানা যায়- সাময়িক ভাবে অফিস পরিচালনার জন্য প্রশাসনিক ভবন সহ কয়েকটি রুমে বিকল্প উপায়ে সাময়িকভাবে বিদ্যুতের ব্যবস্থা করে লাইট-ফ্যান, মালামাল রাখার জন্য স্টোর রুম, টয়লেট ওয়াশরুম ঠিক করে শিক্ষক-ছাত্রছাত্রীদের বসার রুমের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এ ব্যপারে দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী সজিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিক ভবন সহ অন্যান্য কাজগুলো মাস দেড় একের ভিতরেই শেষ করে দেওয়া হবে।