প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ, নীলকণ্ঠ আইচ মজুমদার : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরিবার উপজেলা পরিষদ হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পিএফজি এম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা,
এমআইপিএস প্রকল্পের ময়মনসিংহ অঞ্চল ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান, ইসলাম ধর্মীয় নেতা মাওলানা মাহমুদুল হক আযীযী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহসানুল্লাহ, মুফতি মানসুর আহমাদ, হিন্দু ধর্মীয় নেতা প্রবোধ রঞ্জন সরকার, মৃত্যুঞ্জয় লাহেড়ি, অসীত কুমার পন্ডিত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ধর্মের শান্তির লক্ষ্যে উদার সহিষ্ণু নিরাপদ মর্যাদাপূর্ণ মুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে। জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা পরিহার করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যেম অসম্প্রদায়িক পরিবেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।