প্রতিনিধি ঈশ্বরগঞ্জ ঃ ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ইসলাম প্রিন্সের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখি কামিল মাদ্রার অধ্যক্ষ মোহাম্মদ শোয়াইব, বড়হিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলীনগর কারিগরি বাণিজ্যিক কলেজের প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।