প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ, নীলকণ্ঠ আইচ মজুমদার : ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সাজেদা সিদ্দিকা হুমাইরা, সালসাবিলা সাবিহা প্রমুখ।