প্রতিনিধি ঈশ্বরগঞ্জ : ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে উপজেলার বিভিন্ন স্থান থেকে খামারিরা তাদের গৃহপালিত পশু প্রদর্শণীতে নিয়ে আসেন। প্রদর্শণী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুবুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, ভেটেরিনারি সার্জন পল্লব বৈশ্য, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, এলফএ মাহমুদুল হাসান রাজীব, খামারি শাহজাহান মাস্টার প্রমুখ।