প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) নীলকন্ঠ আইচ মজুমদার : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) রেজি নং-১৮০৮/৭৫ (১৯৬২-৬৩) আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে ধীতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেককে আহবায়ক ও চরনিখলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হক খোকাকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটিতে ১৫ জনকে যুগ্ম-আহবায়ক ও ১৮ জনকে সম্মানিত সদস্য হিসেব মনোনীত করে ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদ দেয়া হয়। উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
সদস্য সচিব মোহাম্মদ আনোয়ারুল হক খোকাকে জানান, মঙ্গলবার কমিটি প্রকাশিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে কাজ করতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় ঈশ^রগঞ্জে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি সুন্দর পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য।