প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ, নীলকণ্ঠ আইচ মজুমদার : ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যের আলোকে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সদস্য-সচিব আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।