প্রতিনিধি ঈশ্বরগঞ্জ : ঈশ্বরগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের বরণ ও প‚র্বের চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, ভাইস-চেয়ারম্যান শেখ ওয়ালি উল্লাহ রাসেল, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালি হামিদ, বিদায়ী ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, জুবের আলম কবীর রুপক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ প্রমুখ।