স্টাফ রিপোর্টার : আফ্রিকার দেশ উগান্ডা প্রথম বার বিশ্বকাপ খেলতে এসে পুড়লো আফগান আগুনে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উগান্ডা। ব্যাটিং পেয়েই রান উৎসবে মেতে ওঠেন আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
দুজনেই খেলেছেন ৭০ ছাড়ানো ইনিংস, গড়েন ১৪.৩ ওভারে ১৫৪ রানের জুটি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। সব মিলিয়ে বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে জস বাটলার ও অ্যালেক্স হেলস মিলে ১৭০ রানের জুটি এখন পর্যন্ত সর্বোচ্চ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে আফগানরা তোলে ১৮৩ রান।
নবাগত উগান্ডা ফজল হক ফারুকি, নাভিন-উল-হক ও রশিদ খানের বোলিং তুপে ৫৮ রানে গুটিয়ে যায়। ফজল হক ফারুকি মাত্র ৯ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন। ১২৫ রানে ম্যাচ জিতে আফগানিস্তান, যা রানের ব্যবধানে বিশ^কাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়।
এর আগে ২০২১ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের জয়টি ছিল আফগানিস্তানের সর্বোচ্চ রানের জয়।
সংক্ষিপ্ত স্কোর : আফগানিস্তান : ২০ ওভারে ১৮৩/৫, গুরবাজ ৭৬, জাদরান ৭০, নবী ১৪ *; কিয়েউতা ২/২৫, মাসাবা ২/২১, রামজানি ১/৩৩।
উগান্ডা : ৫৮ (১৬) ওবুয়া ১৪, রিয়াজাত ১১; ফারুকি ৫/৯, নাভিন-উল-হক ২/৪, রশিদ ২/১২।
ফল : আফগানিস্তান ১২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফজলহক ফারুকি (আফগানিস্তান)।