‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী’র ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মাতৃছায়া কেজি স্কুলে অত্যন্ত মনোরম পরিবেশে জাকজমকপুর্ণভাবে হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জেলা সংসদের সভাপতি বন্ধু মঙ্গল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন- সাবেক সভাপতি পীযুষ চক্রবর্তী, রনজন কুমার, বানিয়াচং সিপিবি নেতা আতাউর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন আজমান আহমেদ, সিদ্দিকী হারুন, ফোরকান মজুমদার, জয়, জ্যোতির্ময় দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উদীচী হবিগঞ্জ জেলা সংসদের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।