স্টাফ রিপোর্টার : উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার বৈধ ৩৬ প্রতিদ্ব›দ্বীর মধ্যে গতকাল প্রতীক বরাদ্দ করা হয়েছে। তন্মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, হোসেনপুরে ৬ জন এবং পাকুন্দিয়া উপজেলায় ৫ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মামুন আল মাসুদ খান কাপ-পিরিচ, মো. আওলাদ হোসেন মোটর সাইকেল ও মো. নাজমুল আলম আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল জলিল বই, খালেদ সাইফুল্লাহ সাফাত তালা, মো. আশরাফুল আরিফ বৈদ্যুতিক বাল্ব, মো. জোবায়ের আলম রাজিব পালকী, মোখলেছুর রহমান মিতুল চশমা, মোহাম্মদ জসিম উদ্দিন টিয়া পাখি, মোহাম্মদ হাফিজ উদ্দিন মাইক, রিফাত উদ্দিন আহমেদ বচন উড়োজাহাজ ও শাহজাহান কবীর টিউবওয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা সুইটি ফুটবল, তাহমিনা আক্তার নাজমা কলস ও মোছা. মাছুমা আক্তারকে হাঁস প্রতীক প্রদান করা হয়েছে।
হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে এম. এ হালিম হেলিকপ্টার, মো. আশরাফ হোসেন কাপ-পিরিচ, মো. নাজমুল আলম দোয়াত কলম, মোহাম্মদ সোহেল আনারস, রৌশনারা টেলিফোন এবং শাহ মাহবুবুল হক মোটর সাইকেল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নাঈম সুজন তালা, মোহাম্মদ আল আমিন টিউবওয়েল ও শফি উদ্দিন সরকার চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাবিয়া পারভীন জেনি কলম ও সেলিনা আক্তার হাঁস প্রতীক প্রদান করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে এ. কে. এম দিদারুল হক দোয়াত কলম, এ. কে. এম হাবিবুর রহমান চুন্নু হেলিকপ্টার, এমদাদুল হক ঝুটন আনারস, মো. মকবুল হোসেন কৈ মাছ ও মো. রফিকুল ইসলাম (রেনু) মোটর সাইকেল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আতাউর রহমান উড়োজাহাজ, এ. কে. এম ফজলুল হক তালা ও মোহাম্মদ জুয়েল পালকী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ললিতা বেগম ফুটবল ও শামসুন্নাহার আপেলকে কলম প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।