স্টাফ রিপোর্টার ঃ কিশোরগঞ্জের কৃতি সন্তান, শিক্ষাবিদ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ভাষা সংগ্রামী প্রয়াত আশরাফ উদ্দীন মাস্টারের বড় ছেলে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাজিতপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ফজলে এলাহি মো: গোলাম কাদের (এলাহি স্যার) (৮০) গতকাল শনিবার দুপুর ১২টায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে দুই ছেলে স্ত্রী, নাত-নাতী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায়- মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ আসর বাজিতপুর সরকারি কলেজ মাঠে এবং বাদ এশা বিন্নাগাঁও প্রাইমারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মারিয়া ইউনিয়নের করমূলি নিজ গ্রামে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
সম্পাদকের শোক
বাজিতপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ফজলে এলাহি মো: গোলাম কাদেরের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, কৃষক লীগের সভাপতি ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।