ঋণ পরিশোধের ব্যপারে ইসলাম বিশেষ গুরুত্বারোপ করেছে। হোক তা কারো কাছ থেকে টাকা ধার নেয়া বা যে কোনো ধরণের উপকার গ্রহণ করা। ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে, সহযোগিতা নিলে কৃতজ্ঞ থাকবে হবে। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে-
জাবির বিন আব্দুল্লাহ (রা:) বলেন, বদরের দিন বন্দিদের সাথে (নবীজির চাচা) আব্বাসকেও আনা হয়। তার গায়ে কাপড় ছিল না। নবীজী (সা:) তাকে খালি গায়ে দেখে জামার খোঁজ লাগালেন। সাহাবীগণ দেখলেন আব্দুল্লাহ বিন উবাইয়ার জামা আব্বাসের গায়ের মাপের। ইবনে উবাই থেকে জামা নিয়ে আব্বাসকে পরতে দিলেন তিনি। তাই ইবনে উবাই’র দাফনের সময় রাসূল (সা:) নিজের জামা দিয়েছিলেন কাফনের জন্য। ইবনে ওয়াইনা (রা:) বলেন, রাসূল (সা:)-এর উপর ইবনে উবাই’র এ ঋণটা বাকি ছিল। রাসুল (সা:) সে ঋণ শোধ করে দিলেন কাফনের জন্য নিজের জামাটি দিয়ে। (সহীহ বুখারী -৩০০৮)।
তাই ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে বা রাষ্ট্রীয় বা বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে না দেয়া কত বড় অপরাধ প্রতিটি মুসলমানকে তা অনুধাবন করতে হবে।