স্টাফ রিপোর্টার : বন্ধুসোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির আয়োজনে ও সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এইচআইভি এইডস প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম ।
আলোচনা সভার শুরুতেই বন্ধুসোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির প্রোগ্রাম স্পেশালিষ্ট আবু শামা আল ইমরান প্রোজেক্টরের মাধ্যমে বন্ধুর কার্যক্রম এবং কিশোরগঞ্জ অফিসের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন ।
এ সময় আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. নুর শামছুল আলম, ডিপুটি সিভিল সার্জন ডা. দিদারুল আলম, ডা. নাজমুল করিম, ডা. পল্লব কুমার কবাল, ডা. শামিমা সুলতানা (জেলা সার ভিলেন্স অফিসার) সিভিল সার্জন অফিস কিশোরগঞ্জ উপস্থিত ছিলেন। ডা. চৌধুরি শাহারিয়ার (মেডিকেল অফিসার) সিভিল সার্জন অফিস কিশোরগঞ্জ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার অবায়দুল হক।
আলোচনায় কিশোরগঞ্জ জেলার এইচ আইভি সার্বিক চিত্রতুলে ধরা হয় এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত, মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সুশীল সমাজ এবং সরকারের কাজ করা উচিত বলে মনে করেন। অন্যদিকে জেন্ডার ও সেক্স বিষয়ের ধারণা তুলে ধরে যৌনবাহিত রোগ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানান। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ এ সংক্রান্ত আরো কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড হাতে নেয়া দরকার বলে মনে করেন। তবেই এইচআইভি রোধে সহায়ক ভ‚মিকা পালন হবে।
এসময় সাবেক জেলা পরিষদ সদস্য শিক্ষক ফৌজিয়া জলিল নেন্সি, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক ও দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি শামসুল আলম, জেলা সমন্বয়কারী শফিকুলইসলাম সহ শিক্ষক, আইনজীবি, বন্ধুসোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।