মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

ঐতিহাসিক বাংলা ওয়াশের দ্বার প্রান্তে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

স্টাফ রিপোর্টার : আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনের সমিকরণটা এমন- বাংলাদেশের চাই মাত্র ১৪৩ রান, হাতে আছে ১০ উইকেট ও পুরোটা দিন। পক্ষান্তরে পাকিস্তানের চাই বাংলাদেশের ১০ উইকেট অথবা দিনের শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৪২ রানে আটকে রাখা। প্রশ্ন হচ্ছে আজকের দিনটি কার? কোনো দৈব ঘটনা না ঘটলে নিশ্চই বাংলাদেশের। অবশ্য বেরসিক আবহাওয়া যদি না বাগড়া দেয়।

গোটা বাংলাদেশ বুক ভরা আশা নিয়ে ঐতিহাসিক মুহূর্তটির অপেক্ষায়। আজই হবে আরেকটি বাংলা ওয়াশের ইতিহাস। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে উড়বে বাংলার বিজয় পতাকা। প্রথমবারের মতো রচিত হবে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ও হোয়াইট ওয়াশের অন্যন্য কীর্র্তির।

গতকাল চতুর্থ দিনের শুরুতেই ১২ রানে এগিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই পাকিস্তান দ্রæত ২ উইকেট হারিয়ে ফেলায় স্পষ্ট হতে থাকে বাংলাদেশের জয়ের সম্ভাবনা। পরপর দুই ওভারে আবদুল্লাহ শফিক ও ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা খুররম শেহজাদকে ফিরিয়ে দিয়ে হাসান মাহমুদ সহজ করে তোলেন।
টেস্টের তৃতীয় দিন ২ উইকেট নেওয়া হাসান গতকালও ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন। গতিময় বোলিংয়ে নাহিদ রানার শিকার ৪ উইকেট। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ১ উইকেট নিলে পাকিস্তান ১৭২ রানে অলআউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান।

চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছে ৪২ রান। আজ পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৪৩ রান। তাই, প্রথম টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা বাংলাদেশ এখন পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বপ্নে বিভোর।

তবে টাইগার পেসারদের দৌরাত্ব্যের মধ্যেও ৮১ রানে ৬ উইকেট হারিয়ে বসা পাকিস্তানের হয়ে লড়াই করে যান রিজওয়ান। তাঁকে যোগ্য সঙ্গ দেন সালমান আলী আগা।
টানা তিন ওভারে ৩ উইকেট নেওয়া রানা’র বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পরও লড়ে যান রিজওয়ান, সালমানকে নিয়ে যোগ করেন ৫৫ রান।
মাত্র ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি, নাহিদের শিকার ৪৪ রানে ৪ উইকেট। আরেক পেসার তাসকিন নিয়েছেন ১ উইকেট। টেস্টে এবারই প্রথম এক ইনিংসে ১০ উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা। ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান। জবাবে বাংলাদেশ দলের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম যা করলেন চতুর্থ ইনিংসে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। জাকির আক্রমণাত্মক ব্যাটিং করলেন, সাদমান খেললেন দেখেশুনে। আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে জাকির ৩১ রান করেছেন মাত্র ২৩ বলে, সাদমানের ৯ রান এসেছে ১৯ বলে। দুজনের সৌজন্যে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান পেয়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৪৩ রান, হাতে আছে ১০ উইকেট। এই অবস্থা থেকে ধবলধোলাই থেকে পাকিস্তানকে বাঁচাতে পারে একমাত্র রাওয়ালপিন্ডির আবহাওয়া।

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান: ২৭৪ ও ১৭২ (৪৬.৪) সালমান ৪৭, রিজওয়ান ৪৩, শান ২৮, সাইম ২০; হাসান ৫/৪৩, রানা ৪/৪৪, তাসকিন ১/৪০। বাংলাদেশ : ২৬২ ও ৪২/০ (৭) জাকির ৩১, সাদমান ৯*।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty