প্রতিনিধি কটিয়াদী : অপহরণের ১৪ ঘন্টা পর ৭ বছর বয়সী শিশুকে উদ্ধার করলো সেনাবাহিনী ও পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার মধ্যরাতে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার আফতাব হোটেল থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাইফা আক্তার সারা নামে এক স্কুল ছাত্রী বাড়ি ফেরার পথে মামা পরিচয়ে তাকে তুলে নিয়ে পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
সাইফা আক্তার সারা (৭) উপজেলার জালালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে ও কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের নার্সারি ক্লাসের শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরঝাকালিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মামা পরিচয় দিয়ে সারাকে নিয়ে গেছে বলে তার সহপাঠীরা জানায়।
পরিবার স‚ত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে সাইফাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত নম্বর থেকে বাবা শফিকের কাছে ৫ হাজার টাকা দাবি করে।
অপহৃত সাইফা আক্তার সারার বাবা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিকালে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বিষয়টি আমলে নিয়ে কটিয়াদী মডেল থানার ওসি গোলাম সারোয়ার সারাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে বিভিন্ন কৌশল অবলম্বনের পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করতে সক্ষম হন। বর্তমানে সারা তার পিতা মাতার সাথে আছে।