প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কেক কাটা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।
আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুজ্জামান অপু, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আলা, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম ফকির, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের প্রমুখ।