প্রতিনিধি, কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা স
মাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন,
জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. শাহজাহান কবীর ভূঁঞা, সাংবাদিক মোজাম্মেল হকসহ কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিম।