প্রতিনিধি কটিয়াদী, এম এ কুদ্দুছ : কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে গরিব ও অসহায়ের মাঝে ৬৫টি কম্বল বিতরণ করা হয়েছে।
গত শনিবার বিকেলে মসূয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসূয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক উজ্জ্বল খাঁ, ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক শাহজাহান, ইউনিয়ন জামায়াতের আইন বিষয় সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, মসূয়া ইউনিয়ন জামায়াতের সহ বায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম, মো. হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মো. মানিক মিয়া প্রমুখ।