প্রতিনিধি, কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর : কটিয়াদীতে ইসলামী আন্দোলনের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের মঠখোলা সড়কের পাশে ভোগপাড়ায় কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মুফতি বরকত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মো. শরিফুল ইসলাম,
জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি কফিল উদ্দিন, কটিয়াদী প্রেসক্লাবের আহŸায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, লোহাজুরী কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।