কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা কবি নূরে মালেক এর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কটিয়াদী সাহিত্য সংসদের অস্থায়ী কার্যালয় পৌর সদরের রিয়াজ ভবনের ২য় তলায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, প্রয়াত কবি নূরে মালেক এর অগ্রজ আব্দুর রহমান রুমী, সংগঠনের সদস্য মো. নাসেরুজ্জামান, মো.রফিকুল হায়দার টিটু, সারোয়ার হোসেন শাহীন, মাশহুদা খানম, বেলাল মিয়া। জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় কবির স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন জিসান আজাদ, আমিনুল হক, কাউসার মিয়া প্রমুখ। তার আগে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও পরে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকা মতিঝিল এলাকার হীরাঝিল হোটেলের ৫ম তলায় এক রহস্যজনক দূর্ঘটনায় কবি নূরে মালেক এর মৃত্যু হয়। তিনি কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি গ্রামের মৃত আব্দুল মালেকের কনিষ্ঠ ছেলে। ২০০২ সালে তিনি কবি সাহিত্যিকদের সংগঠন কটিয়াদী সাহিত্য সংসদ প্রতিষ্ঠা করেন।