প্রতিনিধি, কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের আয়োজনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার বিকালে ধনকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি মোকাররম হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এডভোকেট ওমর জাকির বাবুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল হাছান, সহ-সভাপতি লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া কাজল, আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক খাইকুল ইসলাম লিটন ও মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ।
এসময় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ও এলাকাবাসী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।