স্টাফ রিপোর্টার : কটিয়াদীতে দুই কেজি গাঁজাসহ দুই মাদকব্যসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে কটিয়াদী থানার এসআই (নি.) কামাল হোসেন বাদলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কটিয়াদী-ভৈরব সড়কে কটিয়াদী উপজেলার চড়িয়াকোনা নামক স্থানে জনৈক মছুর আলীর দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মো. জামাল মিয়া (২৩) ও মো. শফিকুল ইসলাম (৩০)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।