প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) ফজলুল হক জোয়ারদার আলমগীর : কিশোরগঞ্জের কটিয়াদীতে গাছেরডাল কাটার সময় গাছ থেকে পড়ে মো. সবুজ মিয়া (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। সবুজ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত মো. শাহাব উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মৃতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, আমার ভাই গাছ ও গাছেরডাল কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার সকালে তিনি সহ¯্রম ধুলদিয়া কাচারির মোড়ে গাছের ডাল কাটার সময় উপর থেকে পাকা রাস্তায় পড়ে যান। তাতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।
এ সময় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকাল সারড় ১০টায় জানাযা শেষে লাশ দাফন করা হয়েছে।