প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিশ্চিত ও ডা. জেরিন তাসনিম টিউলিপের অসদাচরণের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গতকাল বুধবার দুপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
চিকিৎসক ডা. জেরিন তাসনিম টিউলিপের কক্ষে রোগীদের চিকিৎসা বন্ধ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের (এমআর) সাথে বৈঠক করারত অবস্থায় দেখে শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এমতাবস্থায় এমআরগণ চলে যাওয়া সময় ছাত্ররা ভিডিও ধারণ করলে ডাক্তার জেরিন তাসনিম টিউলিপ শিক্ষার্থীদের হুমকি প্রদান ও অসদাচরণ করেন এবং ছাত্রদের দেখে নেয়ার হুমকি দেয়।
এ সময় শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ঈশা খাঁনকে বিষয়টি জানালে তিনি সমঝোতার চেষ্টা করেন। বিষয়টি সমাধানে ব্যর্থ হলে তারা নিরাপত্তা চেয়ে ডা. জেরিন তাসনিম টিউলিপের নামে থানায় জিডি করতে যায়। কটিয়াদীর মডেল থানার ওসি গোলাম সারোয়ার জিডি না করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে বলেন। আন্দোলনকারী ছাত্ররা ডা. টিউলিপের শাস্তি ও বদলি চেয়ে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ডা. জেরিন তাসনিম টিউলিপের সাথে যোগযোগ করে জানতে পারেন তিনি ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করে ঢাকা চলে গেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন খান রাব্বি জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের চিকিৎসা, শুন্যপদে দ্রæত নিয়োগ, দালাল মুক্ত হাসপাতাল, অসহায রোগীদের চিকিৎসা নিশ্চিত করা দাবিতে গতকাল মানববন্ধনের আয়োজন করি। এ সময় কয়েকজন রোগীর কাছে জানতে পারি ডা. জেরিন তাসনিম টিউলিপ চিকিৎসা সেবা বন্ধ করে এমআরদের সাথে বৈঠক করছেন।
বিষয়টি জেনে আমরা ডাক্তারের কক্ষে সামনে গিয়ে রোগীদের চিকিৎসা না দিয়ে বৈঠক করার বিষয় জানতে চাইলে তিনি আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন আমাদেরকে আর্মি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিবে। প্রাণের ভয়ে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। আমরা এ ডাক্তারের শাস্তি ও বদলি চাই।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ঈশা খাঁন জানান, শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সমধানের চেষ্টা করেও সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানান, আমি শিক্ষার্থীদের নিকট থেকে বিষয়টি অবহিত হয়ে সমাধানের জন্য যোগাযোগ করলে জানতে পারি ডা. টিউলিপ ঢাকায় চলে গেছেন। বিষয়টি আমি কিশোরগঞ্জ সিভিল সার্জনকে জানিয়েছি।