প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
বক্তব্য রাখেন, কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন খান রাব্বি, যুব সংগঠক মো. নজরুল ইসলাম, রিমা আক্তার, শাহ মাহমুদুর রহমান ও মো. মোস্তফা।