কটিয়াদী প্রতিনিধি, ফজলুল হক জোয়ারদার আলমগীর :
কটিয়াদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কটিয়াদী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভ‚মি) লাবনী আক্তার তারানা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভ‚ঞা, কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী অনতু বল, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. শাহজাহান কবীর ভ‚ঁঞা প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী বাজার বণিক সমিতির আহŸায়ক ইলিয়াস আলী, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।