মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

কটিয়াদীতে জেলার সবচেয়ে দৃষ্টিনন্দন মন্ডপে পূজারীদের ভীড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪০ Time View

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) মিয়া মোহাম্মদ ছিদ্দিক : এবারো কিশোরগঞ্জ জেলার মধ্যে কটিয়াদী উপজেলায় একটি পুজামন্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পূজারীরা দেখার জন্য আসছেন। আকর্ষণীয় ডিজাইন এবং আধুনিক আলোকসজ্জা ও চিত্রকর্ম এটিকে ফুটিয়ে তুলছে অনন্য রূপে। কটিয়াদী উপজেলার পৌর এলাকার পূর্বপাড়ার সাহাপাড়ায় যুব সংঘের উদ্যোগে এই পূজামন্ডপের আয়োজন করা হয়েছে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত পূজারিদের ভীড় লেগেই আছে এই মন্ডপে। কিশোরগঞ্জের আশপাশের জেলা থেকেও অনেকেই আসছে পরিবার নিয়ে পূজা ঘুরে দেখার জন্য। এর আধুনিক আলোকসজ্জা ও ডিজাইন মুগ্ধ করে সবাইকে। এর আসল সৌন্দর্য ফুটে ওঠে রাতের বেলায়। সবগুলো আলোকসজ্জা একসাথে জ্বলে ওঠার পরই সৌন্দর্য ছড়িয়ে পড়ে। দূর থেকে গেইট দেখলে মনে হয় বিশাল কোন অট্টালিকা দাঁড়িয়ে আছে। আধুনিক রূপসজ্জায় প্রবেশ গেইট বেশ দৃষ্টিনন্দি। রুচিশীল যে কাউকে সহজেই মুগ্ধ করবে।

পার্শ্ববর্তী নরসিংদী জেলা থেকে ঘুরতে আসা দর্শনার্থী প্রনব সাহা বলেন, এটি দেখার পর পুজার আনন্দ বহুগুণ বেড়ে যায়। পরিবার নিয়ে আসছি কটিয়াদীর পুজা ঘুরতে। আমার দেখা সবচেয়ে বড় পূজা এটি।

শ্যামল চন্দ্র দে নামে আরেক পূজারী বলেন, আশপাশের কয়েক জেলার মধ্যে এটি হয়তো সবচেয়ে আকর্ষণীয় পুজা। অনেকগুলো পুজা ঘুরে দেখছি, কিন্তু এই পুজামন্ডপটা একেবারেই অন্যরকম, আকর্ষণ মনে হচ্ছে। আমাদের সাথে যারা এসেছে সবাই মুগ্ধ হয়েছে দেখার পর।

পূজামন্ডপের আয়োজক কমিটির সদস্য ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুজিৎ সাহা বলেন, আমরা দূর থেকে কারিগর ও জিনিসপত্র এনে এই পুজামন্ডপ তৈরি করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে দুর থেকে মানুষ এসে পুজা দেখে মনের মধ্যে তৃপ্তি পায় এবং পুজার আনন্দ বহুগুণ বেড়ে যায়,

এটা দেখার পর মনে হয় আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। ১০ বছর ধরে আমরা সাহা পাড়ার যুব সংঘের পক্ষ থেকে এটির আয়োজন করে আসছি।

উপজেলায় শান্তিপূর্ণভাবে উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা। পূজামন্ডপগুলোতে নানা উপকরণ দিয়ে দেবী দুর্গাকে পূজা আর আরধনা করছেন ভক্তরা। ভক্তরা দেবী দুর্গার কাছে সব ধরণের অশুভ শক্তি বিনাশ করে দেশবাসীর জন্য শান্তিকামনা করেন।

ঢাকের বাজনা, শঙ্ক আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামন্ডপ। চন্ডিপাঠ আর পূজারমন্ত্র ধ্বনিত হচ্ছে পূজামন্ডপগুলোতে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত পূজারিদের আনাগোনায় মুখরিত পূজামন্ডপ। সববয়সী নার-পুরুষ আসছেন ঘুরতে। ছোটদের হাত ধরে শিশুরাও আসছে প্রতিমা দেখতে। পরিবার পরিজনকে সাথে নিয়ে এক মন্ডপ থেকে আরেক মন্ডপে চলছে ছুটাছুটি। মন্ডপ গুলোতে চলছে আরাধনা আর ঢুল তবলার সাথে সাথে পূজার আনুষ্ঠানিকতা।

একসাথে নেচে গেয়ে আনন্দে মেতেছে সবাই। মন্ডপগুলোর আশপাশে দৃষ্টিনন্দিত আলোকসজ্জায় সাজানো হয়েছে। কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বেশি ও আকর্ষণীয় পুজা হয় কটিয়াদীতে। ফলে বিভিন্ন স্থান থেকে এখানে ঘুরতে আসেন পুজারীরা। পুজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত টহল।

কটিয়াদী উপজেলায় এবার মোট ৩৩টি পূজামন্ডপে পুজা হচ্ছে। এর মধ্যে পৌর এলাকাতে ১৪টি ও উপজেলার বিভিন্নস্থানে রয়েছে ১৯টি পূজামন্ডপ। আজ বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে। অতীতের চেয়ে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করার কথা জানান পূজারী ও আয়োজকরা।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিয়মিত তদারকি ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty