কটিয়াদী প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজারে সেনাবাহিনীর অভিযানে টিসিবি’র ৩৬ বস্তা চাল ও ২৯৬টি সয়াবিন তেলের বোতল সহ এক জনকে আটক করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে চান্দপুর ইউনিয়নের মালিকখালী বাজারের হিমেল মিয়ার গোডাউন থেকে এসব পণ্য আটক করে।
গ্রেফতারকৃত হিমেলকে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ কোর্টে প্ররণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হিমেল জানান, টিসিবি’র সেবা গ্রহিতাদের নিকট থেকে এসব পণ্য ক্রয় করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানার যৌথ নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়।