স্টাফ রিপোর্টার, ফজলুল হক জোয়ারদার আলমগীর :
কটিয়াদী উপজেলায় সহকারী কমিশনার (ভ‚মি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন লাবনী আক্তার তারানা। গতকাল রবিবার সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। ৩৮তম বিসিএস প্রসাশন ক্যাডারের কর্মকর্তা লাবনী আক্তার তারানা। তিনি ঢাকা জেলার কুড়িল বিশ্বরোড এলাকার স্থায়ী বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে এমফিল করেন।
তিনি বান্দরবান জেলার লামা উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।
হয়রানিমুক্ত ভ‚মি সেবা দেওয়ার অঙ্গীকার করে বলেন, জনগণকে যেকোনো সময় ভ‚মি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভ‚মি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।