হক জোয়ারদার, প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে নাশকতা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সকাল পর্যন্ত বিএনপি জামায়াতের ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সুরা সদস্য শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেক দলের সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান বাচ্চু, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান,
মসূয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম, চান্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন দুলাল, লোহাজুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাশেম, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল ও মস‚য়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান সাজুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল আদালতে বিচারক শফিকুল ইসলাম মোড়ল, আব্দুর রহমান বাচ্চু, মো.আব্দুল হান্নান, মো.জহিরুল ইসলাম ও মো.ইমাম হোসেন দুলালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, গতকাল সকাল পর্যন্ত নাশকতা মামলায় ৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।