প্রতিনিধি কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর :
কটিয়াদীতে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের প্রকল্পের আওতায় ১২২ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার কবিতা, উপ-সহকারী কৃষি অফিসার মঈনুল ইসলাম, আবু সিদ্দিক, আয়শা আক্তার, সুমাইয়া আক্তার, মিজানুর রহমান, সাংবাদিক মাসুম পাঠান, মো. খাইরুল ইসলাম প্রমুখ।
কৃষকদের মাঝে পেঁপে, বাতাবি লেবু, কুল, পেয়ারা লেবু, মালটার চারা ও তিন মৌসুমের সবজির ৫৪ প্রকার বীজ, জৈবসার, বীজ রাখার পট, পানি দেওয়ার জাঝরি ও নেট বিতরণ করা হয়।