কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. তাহসিন মিয়া (৬) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। তাহসিন উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের লাংটিয়া গ্রামের অটো রিকশা চালক নুরুল হুদার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার লাংটিয়া গ্রামে।
শিশু তাহসিনের মা সুমা আক্তার জানান, গতকাল শনিবার সকালে তাহসিন প্রতিবেশীর বাড়ি থেকে জলপাই কুড়িয়ে পুকুরের পানিতে ধৌত (পরিষ্কার) করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলে সে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির সময় এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়।
পুকুরে তাহসিনকে দেখে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসী এসে পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। মা সুমা আক্তারের ধারনা, জলপাই ধোয়ার সময় হয়তো পা ফসকে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।