প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কিশোরগঞ্জ ও রিটার্নিং অফিসার (কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম) রুবেল মাহমুদ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মইনুর রহমান মনির, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সমাচার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী ৬ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন পদপ্রার্থী অংশগ্রহণ করেন।
আগামী ২১ মে মঙ্গলবার কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।