কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া মহল্লা থেকে স্মৃতি আক্তারের ক্ষতবিক্ষত গলাকাটা মরদেহ গতকাল (১২ জুলাই) সকালে উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্মৃতি আক্তার হালুয়াপাড়া মহল্লার মানিক মিয়ার মেয়ে ও পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের কাতার প্রবাসী আল আমিন ভূঁইয়ার স্ত্রী। স্মৃতির বাবার বাড়ি থেকে ৩শ গজ দূরে ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কটিয়াদী থানা পুলিশ।
জানা যায়, নিহতের চাচা সোহরাব উদ্দিন গতকাল সকালে নিজ জমিতে কাজ করতে যাওয়ার সময় ধান ক্ষেতের পাশে একটি মরদেহ দেখতে পান। তিনি ঘটনাটি বাড়ির লোকজন ও স্থানীয়দের জানালে তারা এসে মরদেহটি স্মৃতি আক্তারের শনাক্ত করে থানায় খবর দেন। পুলিশ এসে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে ।
চার ভাই-বোনের মধ্যে স্মৃতি সবার বড়। বছর চারেক আগে কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পরপরই তার স্বামী আবার বিদেশ চলে যায়। এ দম্পতির কোন সন্তান হয়নি। স্মৃতি কয়েক দিন পূর্বে তার বাবার বাড়ি হালুয়া পাড়ায় বেড়াতে আসে। শুক্রবার দিন তার শশুড়বাড়িতে চলে যাওয়ার কথা ছিল।গত বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে পরিবারের লোকদের সাথে খাওয়া-দাওয়া শেষে তার নিজ কক্ষে শুয়ে পড়ে। রাতে কোনো একসময় এ হত্যা কাÐের ঘটনাটি ঘটেছে।
স্মৃতির বাবা মানিক মিয়া জানান, পাশ্ববর্তী বাগরাইট গ্রামের মুজিবুর মিয়ার ছেলে মেহেদী হাসান তার মেয়েকে বিয়ের আগে থেকেই উত্যক্ত করে আসছিল। বিয়ের পরও মেহেদী তার মেয়েকে উত্যক্ত করতে থাকে। বিষয়টি তিনি মেহেদীর পরিবারকে জানিয়েও কোন প্রতিকার পাননি। মেহেদী ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে ঘটনার পর থেকে মেহেদী হাসানের মোবাইলে একাধিকবার ফোন করে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মরদেহের গলাসহ বিভিন্ন স্থানে কাটা ও কোপের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।