প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি। বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত ওসমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, উপজেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি মো. বোরহান উদ্দিন প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শণী মেলায় ৪২টি ষ্টলে বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়।