প্রতিনিধি কটিয়াদী : সারাদেশে চলছে তীব্র তাপদাহ। জেলায় জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে দেশ জুড়ে। কটিয়াদীতে অসহনীয় তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এলাকাবাসীর আয়োজনে এই নামাজের ব্যবস্থা করা হয়। ইসতিসকার নামাজের ইমামতি করেন ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন খান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম নূরী প্রমুখ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা ও বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করেন ইমাম। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব জানান, তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় এলাকাবাসীর আয়োজনে বিশেষ নামাজ আদায় করা হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ভালো না। মানুষের সুস্থতার জন্যেই বৃষ্টির আশায় দোয়া করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা বলেন, আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ মানুষের উপর যাতে রহমত বর্ষিত করে সেই কামনায় দোয়া করা হয়েছে। দেশের বড় একটি অংশ জুড়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাপমাত্রা কিছুটা কমলেও তা জনজীবনে স্বস্তি আনতে পারেনি।