প্রতিনিধি, কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ঢাকাগামী সকল প্রকার বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে বিক্ষোভ করে প্রতিকার না পেয়ে বাস আটক করে কলেজে নিয়ে আসে শিক্ষার্থীরা। তাদের দাবি বাস মালিক পক্ষ কর্ণপাত না করায় কটিয়াদী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও বাস আটক করে রাখে।
গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসারের মধ্যস্থতায় বাস মালিক পক্ষ ও ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন। ছাত্রদের যৌক্তিক দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। এতে ঢাকা টু কটিয়াদী গেইটলক সার্ভিসের ভাড়া ৫০ টাকা কমিয়ে ৩০০ টাকা, অনন্যা সুপার ও যাতায়াত এর ভাড়া ২৫ টাকা কমিয়ে ২৭৫ টাকা, জলসিড়ি ও উজান ভাটির ভাড়া ২০ টাকা কমিয়ে ২৬০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ায় যাতায়াতের দাবী প‚রণ করা হয়।
ছাত্র সমন্বয়ক মাহমুদুল হাসান জানান, আমরা বেশ কয়েকদিন যাবত বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছি। আজ (গতকাল) আমাদের দাবী আদায় হয়েছে। এতে আমরা আনন্দিত।
যাতায়াত প্রাইভেট লি. এর পরিচালক এ.এইচ.এম জুনায়েদ পিন্টু জানান, ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে বাস ভাড়া পুন:নির্ধারণ করা হয়েছে। এই ভাড়া আগামী ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় বাস মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছি।