কটিয়াদী প্রতিনিধি, ফজলুল হক জোয়ারদার আলমগীর :
কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুখন মিয়া (৪৫) নামে এক যুবককে ঘর থেকে ধরে টেনে-হিচড়ে এনে গাছের সাথে রশি দিয়ে বেঁধে মারধরের ঘটনায় কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও কটিয়াদী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন শাকিলকে গত মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার ‘দৈনিক শতাব্দীর কন্ঠ’সহ বিভিন্ন দৈনিকে ‘কটিয়াদীতে যুবলীগ নেতা বিরুদ্ধে প্রতিপক্ষকে গাছে বেঁধে মারধরের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পুলিশ প্রশাসনের টনক নড়ে। মঙ্গলবার রাতেই রুহুল আমিন শাকিলকে গ্রেফতার করে গতকাল দুপুরে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গাছে বেঁধে মারধরের ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া গ্রামে। এবিষয়ে শুখন মিয়া বাদী হয়ে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলসহ ৪জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলের সাথে প্রতিবেশি শুখন মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে রবিবার সকালে শাকিল তার লোকজন নিয়ে শুখন মিয়ার বসত ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ভাঙচুর, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় শুখন মিয়াকে ধরে নিয়ে বাড়ির পাশে একটি গাছে বেঁধে এলোপাথারি মারপিট করে। শুখনকে তাদের মারপিট থেকে বাঁচাতে তার স্ত্রী নাজমা এগিয়ে আসলে তাকেও মারপিট করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, উপজেলার বোয়ালিয়া গ্রামের শুখন মিয়া নামে এক ব্যক্তিকে ঘর থেকে ধরে এনে গাছের সাথে বেঁধে মারধরের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলকে গ্রেফতার করা হয়েছে।