প্রতিনিধি , কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জর কটিয়াদীতে গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিনে বিভিন্ন মামলায় যৌথ বাহিনীর অভিযানে ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- কটিয়াদী পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মদ পাভেল, তাঁতী লীগের জাহাঙ্গীর আলম, ঠিকাদার মাজহারুল হক মিন্টু, সুমন আহমেদ, যুবলীগের শফিকুল ইসলাম ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লা আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদেরকে কিশোরগঞ্জের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।