স্টাফ রিপোর্টার, কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর:
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন।
সম্মেলনে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কটিয়াদী উপজেলা কমিটির প্রধান উপদেষ্ঠা
অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কটিয়াদী উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কটিয়াদী শাখার উপদেষ্টা সাইদুল হক বিএসসি, উপদেষ্টা মাহমুদুল হাসান, শ্রমিক কল্যাণ উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল প্রমূখ।