ভ্রাম্যমাণ প্রতিনিধি (কটিয়াদী) : কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, গত মঙ্গলবার (২৫ জুন) ভোরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পিকআপ ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় মাইক্রোবাস চালক রাকিব মিয়ার মৃত্যু হয়। নিহত রাকিব মিয়া ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের হাজরাদী এলাকার ইদ্রিস আলীর পুত্র।