প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। উপজেলা সমাজসেবা অফিসার মইনুর রহমান মনিরের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, সহশ্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ফকির, সাংবাদিক সারোয়ার হোসেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।