কটিয়াদী, প্রতিনিধি : ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) গতকাল (বৃহস্পতিবার) বিকালে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সিপিবি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র জেলা শাখার সভাপতি আব্দুর রহমান রুমী, সহ সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল নান্দু, মানিকখালী শাখার সভাপতি শেখ জমশেদ, কমরেড নূরুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন- লুট-পাট, ঘুষ, দুর্নীতি, ব্যাংক জালিয়াতি, অর্থপাচার বন্ধ করতে হবে। অর্থপাচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্বাচনে পেশি শক্তি, কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।
কৃষি বান্ধব বাজেট, কৃষক শ্রমিক ক্ষেতমজুরদের ন্যয় সঙ্গত দাবি বাস্তবায়ন, ভূমির খাজনা খারিজ সহজকরণের দাবি তুলে ধরেন। জাতীয় পরিচয় পত্রে নাম সংশোধন সহজিকরণসহ গ্রাম ও শহরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। এ সময় ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বক্তাগণ।